শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারে গুরুত্ব অপরিসীম। নতুন শিল্প প্রতিষ্ঠা এবং বিদ্যমান শিল্পসমূহকে সচল ও গতিশীল রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল পর্যাপ্ত মূলধন বা পুঁজি। শেয়ার বাজার এই শিল্প পুঁজি গঠন ও শিল্পের অর্থসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প পুঁজি গঠন ও শিল্পের অর্থসংস্থানে শেয়ার বাজারের অবদান সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।
১) দীর্ঘমেয়াদি পুঁজির যোগান দেয় :- শেয়ারবাজার শিল্প প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পুঁজির যোগান দেয়। শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত মূলধন শিল্প প্রতিষ্ঠানসমূহের দীর্ঘমেয়াদী পুঁজির চাহিদা পূরণ করে। এভাবে শেয়ার বাজার বিভিন্ন কোম্পানির দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের উৎস হিসেবে কাজ করে।
২) পুঁজির গতিশীলতা বৃদ্ধি করে :- শেয়ারবাজার পুঁজির গতিশীলতা বৃদ্ধি করে। শেয়ার বাজারে বিশেষ করে সেকেন্ডারি শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার প্রতিনিয়ত বেচা-কেনা হয়। এর ফলে পুঁজির গতিশীলতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
Read More :- অর্থায়নের উৎস হিসেবে এনজিও ও ব্যাংকের গুরুত্ব।
৩) সঞ্চয়ে উৎসাহ প্রদান করে :- শেয়ারবাজার দেশের জনগণকে সঞ্চয়ের উৎসাহ প্রদান করে। আমাদের দেশের অধিকাংশ লোক দরিদ্র। সঞ্চয়ের পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা না থাকাই জনগণ সঞ্চয়ে উৎসাহিত হয় না। এক্ষেত্রে শেয়ারবাজার সঞ্চয়ের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করে জনগণকে সঞ্চয়ে উৎসাহ প্রদান করে।
৪) বিনিয়োগে উৎসাহ প্রদান করে :- শেয়ারবাজার জনগণকে বিনিয়োগে উৎসাহ প্রদান করে। পণ্য বাজারের মত শেয়ার বাজারেও জনগণ ইচ্ছামত যেকোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে। আবার, ইচ্ছা করলে প্রয়োজনের সময় এসব শেয়ার বিক্রি করে নগদ টাকা ফেরত পেতে পারে। এ কারণে জনগণ শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহিত হয়। এর ফলে শেয়ার বাজারে মাধ্যমে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়।
৫) শিল্পায়নে সহায়তা করে :- শেয়ারবাজার দেশে শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প প্রতিষ্ঠানসমূহ বিশেষ করে নব প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানসমূহের অর্থায়নের সবচেয়ে সহজ উপায় হল বাজারে শেয়ার বিক্রয় করা। নতুন প্রতিষ্ঠিত কোম্পানি সমূহ তাদের অনুমোদিত মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করে বিভাজিত অংশসমূহকে শেয়ার হিসেবে বাজারে ছাড়ে। এসব ইসুকৃত শেয়ার বিক্রয়ের মাধ্যমে শেয়ারবাজার থেকে তাদের মূলধন সংগ্রহ করে। এভাবে শেয়ার বাজার শিল্পের অর্থসংস্থানে সহায়তা করে।
৬) পুঁজি গঠনে সহায়তা করে :- শেয়ার বাজার দেশে পুঁজি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অনেক উচ্চবিত্ত লোক আছে যারা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার অভাবে তাদের সঞ্চয়কে কোন উৎপাদন মুখী কাজে ব্যবহার না করে অলস ভাবে ফেলে রাখে। শেয়ার বাজার এসব সঞ্চয়কারীদের অলস অর্থকে বিনিয়োগ করে পুঁজি গঠনে সহায়তা করে।
৭) ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করে :- শেয়ার বাজার দেশের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বিশেষ সুযোগ সৃষ্টি করে। সমাজে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী বা আমানতকারী আছে যারা তাদের সঞ্চয় বা আমানতকে বিনিয়োগে কাজে খাটাতে চায়। কিন্তু বর্তমান বৃহদায়তন শিল্পের যুগে কোন ক্ষুদ্র আমানতকারীর পক্ষে এককভাবে কোন শিল্প প্রতিষ্ঠান করা সম্ভব হয় না। এক্ষেত্রে শেয়ার বাজারে শেয়ার ক্রয় করে তারা যেকোন শিল্প প্রতিষ্ঠানের মালিকানায় অংশগ্রহণ করতে পারে। এভাবে শেয়ার বাজার ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বিশেষ সুযোগ সৃষ্টি করে।
Read More :- অর্থায়নের উৎস হিসেবে এনজিওর ভূমিকা।
৮) অর্থের গতিশীলতা বৃদ্ধি :- দেশে এমন প্রচুর মানুষ আছে যাদের কাছে মাস শেষে কিছু অর্থ সঞ্চয় হিসেবে থাকে কিন্তু সেই অর্থ তারা অলসভাবে ফেলে রাখে এবং মুদ্রাস্ফীতির কারণে প্রতিনিয়ত সেই অর্থের মূল্য কম হতেই থাকে। এই সকল সঞ্চয় কারিগণ এই সামান্য অর্থ দিয়ে বড় কিছু করতে পারে না সুতরাং এই অর্থ অলসভাবে পড়ে থাকে। শেয়ার মার্কেট এই ধরনের সঞ্চয়কারী মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা তাদের অলসভাবে পড়ে থাকা অর্থ শেয়ার মার্কেটের কোন কোম্পানিতে বিনিয়োগ করে একটি কোম্পানির মালিকানায় অংশ নিতে পারে এবং সঠিক কোম্পানিতে অর্থগুলো বিনিয়োগ করলে প্রতিনিয়ত এই অর্থের মূল্য বাড়তে থাকে এবং এতে করে কোম্পানি ও বিনিয়োগকারী উভয়ের লাভ হয়। যার ফলে কিছু বছর পর এই অর্থে পরিমাণও অনেক বাড়াতে পারে এবং এই অর্থের গতিশীলতা বৃদ্ধি পায়।
উপসংহারে এটিই বলা যায় যে, শেয়ার মার্কেট বিনিয়োগকারি এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বিস্তারের জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় কিন্তু এই বিশাল পরিমাণ অর্থের যোগান বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই থাকে না সুতরাং এই অর্থ ব্যবসা প্রতিষ্ঠানটি শেয়ার মার্কেটের মাধ্যমে কোম্পানির শেয়ার বিক্রয় করে তুলতে পারে এবং এই অর্থের মাধ্যমে ব্যবসা বিস্তার করে প্রচুর মুনাফা অর্জন করতে পারে। ঠিক তেমনিই, যে সকল বিনিয়োগকারীগণ তাদের অর্থ অলসভাবে ফেলে না রেখে সেই অর্থকে বাড়াতে চাই তারা সেই অর্থ শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে সেই কোম্পানি অবশ্যই প্রচুর পরিমাণ মুনাফা করে এবং এতে করে বিনিয়োগকারীদের লাভ হয়। এইভাবে শেয়ার মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী উভয়ের জন্য একটি দারুণ সুযোগ সৃষ্টি করে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0 Comments